এবার দুদুকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের তিনতলা ভবন উচ্ছেদ

ঢাকা প্রতিনিধিঅবৈধ স্থাপনা উচ্ছেদের ধারাবাহিকতায় আজ বুধবার কামরাঙ্গীরচরের ঝাউচরে নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় এবার দুদুকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের তিনতলা ভবন উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এ দিন বুড়িগঙ্গা পাড়ে বহুতল ভবনসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে তৃতীয় দফা উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে কামরাঙ্গীচর এলাকায় উচ্ছেদ কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ।

এসময় নবাবের চরে নদীর জায়গায় অবৈধভাবে গড়ে তোলা বহুতল ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযান পরিদর্শনে এসে নৌ পরিবহন সচিব বিটিসি নিউজকে জানান, উচ্ছেদ করা জায়গা পরিষ্কার করে শিগগিরই ওয়াকওয়ে নির্মাণের কাজ শুরু করা হবে।

নবাবের চরে উচ্ছেদ শেষে ঝাউচরে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। সেখানেও নদীর জায়গায় গড়ে তোলা একটি বহুতল ভবনসহ বহু স্থাপনা ধ্বংস করা হয়।

তিন দফা অভিযানে, আবাসিক ভবন, কারখানাসহ এ পর্যন্ত প্রায় দেড় হাজার স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.