এবার থেকে সরাসরি মিসড কল করে অভিযোগ জানান যাবে সরকারের কাছে

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল শিলিগুড়িতে এক জনসভায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, জনগণের অভাব অভিযোগ যোগ সম্পর্কে আগে যেভাবে ‘দিদিকে বলো’ -র মাধ্যমে ফোন করা যেত এবং সেইমত সমস্যার সমাধান করা হতো ঠিক সেইমতই রাজ্যে চালু হতে চলেছে ‘মিসড কল’-যার মাধ্যমে জনগণ তাদের অভিযোগ ও সেইমতই নিদানের ব্যবস্থা থাকবে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন মাধ্যম থেকে কিছু কিছু সরকারি আমলা ও আধিকারিকদের সম্পর্কে তথ্য এসেছে যে,তাঁরা যথাযথ ভাবে জনগণের কথা শুনছেন না বা সমস্যার সমাধান করতে চাইছেন না।
মুখ্যমন্ত্রী এদিন জনসভা থেকে হুমকির সুরে বলেন,দু-মাস সময় দিচ্ছি এর মধ্যেই যদি তাঁরা নাগরিকদের সমস্যার সমাধান করতে পারেন ভাল না হলে যা ব্যবস্থা নেওয়ার সময় মতই নেওয়া হবে।
ঠিক কবে থেকে ‘মিসড কল’ ব্যবস্থা শুরু হবে না বললেও খুব তাড়াতাড়ি এব্যপারে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.