এবার তুরস্কের বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে বন্ধ থাকা তুরস্কের হাতায় প্রদেশের ইস্কেন্দেরুন বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ডেনমার্কের শিপিং কোম্পানি ম্যাস্ক জানায়, আগুনে তাদের বেশকিছু কার্গো কনটেইনার পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কিসে থেকে তা জানা যায়নি।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বন্দরটি মেরামতের কাজ শেষ হলে চালু হওয়ার কথা ছিল।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দেশটির ফায়ার সার্ভিস।
কর্তৃপক্ষ জানায়, কোনো হতাহত হয়নি। আপাতত বন্ধ রাখা হয়েছে বন্দরের নিয়মিত কার্যক্রম। তুরস্কের দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হিসেবে এটি বিবেচিত হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানানো হয়নি। (সূত্র: সিএনএন)#

Comments are closed, but trackbacks and pingbacks are open.