এবার জেলা ডিবির হাতে ফেন্সিডিলের বড় চালান জব্দ, ভারতীয় নাগরিকসহ গ্রেফতার-২ 

নিজস্ব প্রতিবেদক: গত মাসে রাজশাহীতে পৃথক দুটি অভিযানে হেরোইন ও গাঁজার বড় চালান আটকের পর এবার বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘা থানার আলাইপুর গ্রামে একটি আমের বাগান থেকে ৭৪৩ বোতল ফেন্সিডিল জব্দ করে তারা। যা বর্তমান বাজার মূল্য ২২ লাখ ২৯ হাজার টাকা।
এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক।
আটককৃতরা হলো- বাঘা থানাধীন আলাইপুর গ্রামের মৃত খামেদ মন্ডলের ছেলে মোঃ চপল আলী (৩৫)। অপরজনের নাম মোঃ জামরুল শেখ (৩৪)। তার বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানাধীন কাগমারি গ্রামে। তার বাবার নাম নুজবার শেখ।
পুলিশ জানায়, আটক ভারতীয় নাগরিক জামরুল গত রাতেই এই পরিমান ফেন্সিডিল পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেন্সিডিল জামালের আম বাগানে গ্রহণ করবে এমন তথ্য পেয়ে গোয়েন্দা শাখার সদস্যবৃন্দ আম গাছে উঠে  ধৈর্য্য সহকারে অপেক্ষা করতে থাকে। ভারতীয় নাগরিক জামরুল দেশের মাদক ব্যবসায়ীদের কাছে ফেন্সিডিলের বস্তাগুলো হস্তান্তর করার এক পর্যায়ে ডিবি সদস্যরা তাদের উপর ঝাপিয়ে পড়লে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং দুজনকে আটক করা সম্ভব হয়। জামরুলকে জিজ্ঞাসাবাদে জানায়, এর আগেও সে অসংখ্যবার এমন বড় বড় চালান বাংলাদেশে নিয়ে এসেছে।
সে আরও জানায় বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেন্সিডিল আনা সুবিধা হয়। সে ফেন্সিডিলের বস্তা টিউবের সাথে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেয়। জিজ্ঞাসাবাদে চপল জানায় সে দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। সে বাঘা থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।এ ঘটনায় বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে৷
উল্লেখ্য, যে গত মাসে জেলা পুলিশের অভিযানে সাড়ে সাত কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে এবং ৫৬ কেজি গাঁজাসহ দুইজন ব্যক্তিকে আটক করা হয়েছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.