এবার ঈদে যাত্রীদের ভোগান্তি কম হয়েছে : রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি: এবারের ঈদযাত্রায় সড়ক, নৌ ও রেলপথে ভোগান্তি কম হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
আজ মঙ্গলবার (০৩ মে) পঞ্চগড়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের ফলে সবার মাঝে ঈদ উৎসব আজ অত্যন্ত আনন্দঘনভাবে পালিত হচ্ছে। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় অন্যবারের তুলনায় এবার ঈদে সড়ক, নৌ ও রেল যোগাযোগে যাত্রীদের ভোগান্তি কম হয়েছে।
পঞ্চগড় জেলা সদরে কেন্দ্রীয় ঈদগাসহ ২২টি ঈদগাহ মাঠে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়ার জেলার পাঁচটি উপজেলার সব ঈদগাহে ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে আদায় করেছেন মুসল্লিরা।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জেলা সদরের বোদা পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এ ছাড়া সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ পড়েন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.