এবার ঈদের চমক নতুন পোশাক “পরকীয়া”
# আদমদীঘির মার্কেট গুলোতে কিনতে শেষ মুহুর্তে আকৃষ্ট হচ্ছেন তরুণ তরুণীরা #
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: এবার পবিত্র ঈদুল ফিতরের চমক নতুন পোশাক “পরকীয়া”। আর এই নতুন নামের পোশাক কিনতে শেষ মুহর্তে বগুড়ার আদমদীঘি সান্তাহারসহ বিভিন্ন তৈরী পোশাকের দোকান গুলোতে ভীড় করছেন ক্রেতারা।
পরকীয়ার শব্দটির সাথে কমবেশি সকলেই পরিচিত হলেও শব্দটির সাথে ঈদের নতুন পোশাকের নাম যুক্ত হওয়ায় তরুন তরুনী ও যুবক যুবতীরা বেশি পরিচিতি পাচ্ছে তাই চমক দিতেই কিনছেন এই পোশাক।
ভারতীয় পোশাক কিরণমালা, গাডারা ও ঝিলিক পোশাকের ব্যাপক প্রচারের পর শুধু মাত্র নামের কারনে পরকীয়া নামের পোশাকটি এখন বিপনি বিতান গুলোতে ছেয়ে গেছে।
পোশাকের নাম পরকীয়া তাই ঈদের শেষ মুহুর্তে আগ্রহ ভরে কিনতে তৈরী পোশাকের দোকান গুলোতে ভীড় করছে তরুন তরুনী যুবক ও যুবতিরা। এ সুযোগে দোকানীরা দামও বেশি হাকছেন।
পরকীয়া ঝিলিক ও কিরণমালা পোশাকের প্রকার ভেদে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
তরুণী ও যুবতিদের পাশাপাশি অনেক তরুণ ও যুবকরাও তাদের প্রিয়জনকে পরকীয়া নামের পোশাকটি উপহার দিতেই কিনছেন বলে দোকানী শেখ ফেরদৌস আলী ভোলা ও শরিফ উদ্দিন বিটিসি নিউজকে জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.