এবার ইউক্রেনের গ্যাসক্ষেত্রে রাশিয়ার বোমাবর্ষণ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনজুড়ে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দুই দিনের মাথায় এবার ইউক্রেনের ডিনিপ্রোতে একটি গ্যাস উৎপাদনকেন্দ্র ও একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় বোমাবর্ষণ করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন ওই এলাকায় অন্তত চার ব্যক্তি নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে কয়েকবার পিছু হটার পর এই পথ বেছে নিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবারের হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি মস্কো।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, জাপোরিজ্জিয়া অঞ্চলে আবাসিক ভবনে হামলায় চার ব্যক্তি নিহত হয়েছেন।
ডিনিপ্রো অঞ্চলের আঞ্চলিক প্রধান বলেছেন, ইউক্রেনের বৃহত্তম ডিনিপ্রোতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে একটি শিল্প ভবনে আগুন লেগেছে এবং ১৪ জন আহত হয়েছে।
ইউক্রেনীয় প্রধানমন্ত্রী বলেছেন, পিভডেনমাশ কারখানায়ও হামলা হয়েছে। এখানে বিভিন্ন পণ্যসহ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হয়।
কাছের শহর নিকোপোলে অন্তত ৭০টি গোলা পড়েছে। এতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক হাজার মানুষ বিদ্যুৎ ও পানিবিহীন হয়ে পড়েছেন।
ওডেসা ও খারকিভ অঞ্চলেও অবকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণ হয়েছে। এতে উভয় এলাকায় তিনজন করে আহত হয়েছেন।
রাজধানী কিয়েভে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র ও দুটি ইরান নির্মিত ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
লভিভ অঞ্চলের প্রধান জানিয়েছেন তিনি এখনও নিশ্চিত করতে পারছেন না অঞ্চলটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে কি না।
বৃহস্পতিবারের হামলার জন্য রাশিয়াকে দায়ী করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, রাশিয়া পেছনে আঘাত করতে চাইছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.