এবারে অনলাইনে দেখা যাবে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা

কলকাতা (ভারত) প্রতিনিধি: করোনার পরিস্থিতির জন্য বইমেলা অনেকটাই দেরিতে হতে চলেছে। আগামী ২৮শে ফেব্রুয়ারি সেন্ট্রাল পার্কে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার উদ্বোধন করবেন।
এবার বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেন এবং সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়।
সঞ্জীব চট্টোপাধ্যায়কে সিইএসসি-র তরফ থেকে সৃষ্টিসম্মান ২০২০-তে ভূষিত করা হবে।
করোনাবিধি মেনে বইমেলায় থাকছে ৬০০টি বই ও ২০০লিটল ম্যাগাজিন স্টল ছাড়াও অন্যান্য স্টল।
তিনটি গেট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বইয়ের আদলে।
সরাসরি বা যৌথভাবে থাকছে মোট ২০টি দেশ। বাংলাদেশের প্যাভিলিয়নে ৫০টির বেশী বাংলাদেশী প্রকাশনা সংস্থার থাকার কথা। ইরান এই প্রথমবার বইমেলায় স্টল দিচ্ছে।
কোভিড আতঙ্কের জন্য যাতে বইমেলার দৈনন্দিন কার্যক্রম মিস না করেন তার জন্য থাকছে সরাসরি ডিজিটাল সম্প্রসারণ। ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সোস্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে গেলে সেই সুযোগ মিলবে।
এছাড়াও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের দি এসএনইউ টিভি এবং একটি সংবাদ সংস্থার অনলাইন চ্যানেলেও তা দেখা যাবে বলে গত মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.