BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এবারের নির্বাচন সবার জন্য চ্যালেঞ্চ : আসন্ন নির্বাচনে পাবনার সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পাবনার নবাগত জেলা প্রশাসক

এবারের নির্বাচন সবার জন্য চ্যালেঞ্চ : আসন্ন নির্বাচনে পাবনার সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পাবনার নবাগত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: ‘এবারের নির্বাচন সবার জন্য চ্যালেঞ্চ; বিশেষ করে এআই প্রযুক্তির কারণে ভুল্য তথ্য ছড়ানোর কারনে মানুষ বিভ্রান্তি হতে পারে। তাই আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে পাবনার সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এক্ষেত্রে পাবনায় একটি সুন্দর নির্বাচনের জন্য স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পাবনার সাংবাদিকদের সঙ্গে পাবনা প্রেসক্লাবে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

এসময় তিনি জানান, সামনে নির্বাচন। মূলত সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তাকে মন্ত্রণালয় থেকে পাবনায় পাঠানো হয়েছে। আর এটি করতে সঠিক তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

তিনি আরও জানান, সাংবাদিকদের চোখ দিয়ে দেশ সত্য ও মিথ্যাকে দেখে। এ ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্যে সংবাদ পরিবেশনের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এ নবাগত জেলা প্রশাসক।

এর আগে মতবিনিময় সভার শুরুতে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাবনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। পরে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি রুমী খন্দকার ও সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মীরা। মতবিনিময় সভায় পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন সাংবাদিকরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?