এবারের নির্বাচন চ্যালেঞ্জের নির্বাচন : সেচ্ছাসেবক দলের মতবিনিময় কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী

বাগেরহাট প্রতিনিধি: এবারের নির্বাচন চ্যালেঞ্জের নির্বাচন তাই এখন থেকে প্রত্যেক নেতা-কর্মীকে মানুষের কাছে গিয়ে, তাদের সাথে ভাল ব্যবহার করে, তাদের মন জয় করতে হবে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

শনিবার (৯ আগস্ট) সকালে জেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে বাগেরহাট সরুস্থ বিএনপির দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ডালিম ফকির।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আারো বলেন, এমন কোন কাজ করবেন না যাতে দলের ক্ষতির কারন হয়। কর্মী সঠিক হলে নেতা এমপি হয় এবং দল ক্ষমতায় যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাগেরহাটে তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ সভাপতি নেছার উদ্দিন শফি, সাহিত্য ও প্রকাশনী সম্পাদক হাফজিুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান জাদু।
এস এম জিলানী তার বক্তৃতায় উপস্থিত নেতা-কর্মীদেরকে সাংগঠনিক নীতি, আদর্শন ও শৃক্সখলা মেনে চলারও আহবান জানান। কোন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রধান অতিথি তার বক্তব্যের শেষ দিকে সেচ্ছাসেবক দলকে আরো সুসংগঠিত ও শক্তশালী করতে যে সকল, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর কমিটি নাই, সেই সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর কমিটি গঠন করার জন্য জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.