এবার’র নোবেল পুরস্কার অনুষ্ঠান স্থগিত

(এবার’র নোবেল পুরস্কার অনুষ্ঠান স্থগিত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবছর সুইডেনের রাজধানী স্টোকহোমে অনাম্বর আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। কিন্তু এবার করোনার কারণে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

তবে ভাচুয়ার্লি অনুষ্ঠান পরিচালনা করবে আয়োজক কমিটি। অনলাইনের মাধ্যমে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে এতে অংশ নিবেন।

নোবেল পুরস্কার বিজয়ীদের সাধারণত ডিসেম্বর মাসে স্টোকহোমে পুরস্কার গ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়। অনাম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুইডেনের রাজা বিজয়ীদের মাঝে মেডেল ও ডিপ্লোমা দিয়ে থাকেন।

তবে এ বছর করোনা মহামারির অবস্থা বিবেচনা করে মেডেল এবং ডিপ্লোমা বিজয়ীদের নিজ নিজ দেশে প্রেরণ করা হবে।

যা নোবেল প্রাইজের শুরুর পর থেকে এবারই প্রথম করা হচ্ছে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪৪ সালে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ১৯৪৫ সালে অনুষ্ঠানের মাধ্যমে তা প্রদান করা হয়।

উল্লেখ্য, এ বছরের চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে নোবেল প্রাইজ অক্টোবরের ৫ থেকে ১২ তারিখের মধ্যে ঘোষণা করা হবে বলে জানা গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.