এপেক নেতাদের নিয়ে জরুরি সভা ডেকেছেন আর্ডার্ন

(এপেক নেতাদের নিয়ে জরুরি সভা ডেকেছেন আর্ডার্ন–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডার্ন গত সোমবার (১২ জুলাই) কোভিড-১৯ মহামারি ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর এর অর্থনৈতিক প্রভাব সম্পর্কিত আলোচনার জন্য চলতি সপ্তাহে এপেক নেতাদের ভার্চুয়াল সভা আহ্বান করেছেন।
আর্ডার্ন আগামী নভেম্বরে অনলাইনে ২১-দেশীয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলন আয়োজন করছেন। তিনি সংকট মোকাবিলায় তাত্ক্ষণিক পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা যাচাই করতে শুক্রবার একটি অতিরিক্ত ‘অনানুষ্ঠানিক’ ভার্চুয়াল বৈঠক ডেকেছেন।’
এক বিবৃতিতে বলেন, ‘এপেকের ইতিহাসে এই প্রথম নেতৃত্ব পর্যায়ে অতিরিক্ত সভা হতে যাচ্ছে এবং এতে কোভিড-১৯ মহামারি ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার লক্ষ্যে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’
তিনি আরও বলেন, ‘গত বছরের পর থেকে এপেকের অর্থনীতিসমূহ তাদের বৃহত্তম সংকোচনে পড়েছে। ৮ কোটি ১০ লাখ লোক চাকরি হারিয়েছে। এই অঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়ানোর লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.