এনায়েতপুরে আ’লীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামীলীগ কর্মী আব্দুল জলিল হত্যা মামলার প্রধান আসামী সাবেক মৎস্য  ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ভাতিজা নান্নু বিশ্বাস (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (০৩ এপ্রিল) দুপুরে বেলকুচির মেঘুল্লা মহল্লায় নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, লতিফ বিশ্বাসের ভাতিজা ও হত্যা মামলার প্রধান আসামি নান্নু বিশ্বাসকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য,গত ২৪ মার্চ এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন আ.লীগের সম্মেলন চলাকালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থিত সভাপতি পদে সেরাজুল আলম মাষ্টার ও সাধারন সম্পাদক পদে মনিরুজ্জামান মনির পরাজয়ের খবরে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে আ.লীগ কর্মী আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করা হয়।
এঘটনায় দৌলতপুর ইউনিয়ন আ.লীগের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে নান্নু বিশ্বাসকে প্রধান আসামী করে ৭২ জনের উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.