এদেশের জন্য ভোট একটি উৎসব : সিইসি নূরুল হুদা

ঢাকা প্রতিনিধিআজ বুধবার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় নির্বাচন কমিশনার খান মো. নূরুল হুদা বলেছেন, প্রশাসনের সহযোগিতায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ সুষ্ঠু ও সুন্দর হয়েছে। আগামী ১৮ মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের নির্বাচনও অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃংখলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সিইসি বলেন, এদেশের জন্য ভোট একটি উৎসব, প্রশাসনের আন্তরিকতায় এই উৎসব সুষ্ঠু হয়ে থাকে। প্রত্যেক ভোটার যেন বিনা বাধায় তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। ভোটকেন্দ্রে যেনো কোনো ভোটারকে বাধা দেওয়া না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ভোটগ্রহণ শেষে প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বাক্ষর নিতে হবে।

মতবিনিময় সভায় সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাঈল আলী বক্তৃতা করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.