এজিয়ান সাগরে ১২২ অভিবাসীকে উদ্ধার করেছে তুরস্ক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: এজিয়ান সাগরে ১২২ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করার কথা জানিয়েছে তুরস্ক। গ্রীক কর্তৃপক্ষ এসব অভিবাসীদের তুরস্কের আঞ্চলিক জলসীমায় ফেরত পাঠালে এজিয়ান সাগর থেকে তাদের উদ্ধার করে দেশটি।
সোমবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এই খবর জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
তুরস্কের কোস্ট গার্ড জানিয়েছে, ইজমির প্রদেশের কারাবুরুন জেলার উপকূলে ৮৭ জন অনিয়মিত অভিবাসীকে এবং ইজমিরের মেন্দেরেস জেলা থেকে আরও ৩৫ জনকে উদ্ধার করেছে তারা।
উদ্ধারের পর এসব অভিবাসীদেরকে প্রাদেশিক অভিবাসন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
গ্রিসের আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার বেআইনি পদক্ষেপের বারবার নিন্দা করে আসছে তুরস্ক এবং বিশ্বের অধিকার গোষ্ঠীগুলো। তাদের মতে, গ্রিসের এমন পদক্ষেপ নারী ও শিশুসহ দুর্বল অভিবাসীদের জীবনকে বিপন্ন করছে, যা মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.