এগিয়ে থেকেও জয় পায়নি বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে টুর্নামেন্টে সেশেলসের বিপক্ষে এক গোল করে এগিয়ে থেকেও জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। দক্ষিণ আফ্রিকার এই ক্লাবটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।
আজ বুধবার (১০ নভেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সন্ধ্যায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
গত সোমবার (০৮ নভেম্বর) শুরু হওয়ার কথা ছিল প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপক্ষে চার জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটি। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ ও সেশেলসের দ্বৈরথ দেখার কথা ছিল।
কিন্তু অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি নির্ধারিত দিনে। পরিবর্তিত সূচিতে গতকাল মঙ্গলবার (০৯ নভেম্বর) মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের।
প্রাথমিক সূচি অনুযায়ী গত সোমবার সেশেলসের বিপক্ষে খেলার পর ১১ ও ১৪ই নভেম্বর যথাক্রমে মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের।
গত সোমবার (০৮ নভেম্বর) ম্যাচ স্থগিত হওয়ায় পরিবর্তিত সূচিতে পরের দুটি ম্যাচ ১২ ও ১৫ই নভেম্বর করা হয়। তবে আরও একবার ম্যাচ স্থগিত হওয়ায় নিশ্চিতভাবেই বাংলাদেশের সঙ্গে মালদ্বীপ-শ্রীলঙ্কার ম্যাচ দুটো ফের পেছাবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.