‘এখান থেকেই পরিবর্তনের শুরু’, নিরঙ্কুশ জয়ের পর স্টারমার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। ভোটের মাঠে দলটির এমন সাড়া জাগানো সাফল্যের নায়ক স্যার কিয়ার স্টারমার। তিনিই হতে যাচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী।
শুক্রবার (৫ জুলাই) নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রতিক্রিয়ায় স্টারমার বলেন, ‘আমরা পেরেছি। এখান থেকেই পরিবর্তনের শুরু।’
বিবিসির কাছে থাকা শেষ খবর অনুযায়ী, লেবার পার্টি পেয়েছে ৪১০টি আসন। অপরদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১১৬টি আসন। অন্যান্য দল পেয়েছে ৮৪টি আসন।
সংবাদমাধ্যমটি জানায়, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর লেবার পার্টিকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেক্ষেত্রে শুক্রবারই রাজার কাছে পদত্যাগ জমা দিতে পারেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি অর্থাৎ ৩২৬ আসনে জয় পেতে হবে। লেবার পার্টি ইতোমধ্যেই সেই ম্যাজিক ফিগার পার করেছে। আশা করা হচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া লেবার পার্টি ৪১০ আসনে জয় পেছে। আর কনজারভেটিভ পার্টি পেয়েছে ১১৬টি আসন।
এদিকে ২০১০ সালের পর আবারও ডাউনিং স্ট্রিটে একজন লেবার পার্টির প্রধানমন্ত্রী আসতে চলেছেন। অন্যদিকে কনজারভেটিভদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে লড়াই হবে। কারণ ঋষি সুনাক নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বলে ধারনা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.