এখনো প্রধানমন্ত্রী প্রার্থী চূড়ান্ত করেনি নওয়াজ শরিফের দল

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নির্বাচনের তিন দিন পার হয়ে চার দিনে পা দিলেও এখনো প্রধানমন্ত্রী পদে কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পিএমএল-এন নেতা মরিয়ম আওরঙ্গজেব। জোটের শরিকদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
জিও নিউজ টিভির সঙ্গে কথা বলার সময় মরিয়ম বলেন, পিএমএল-এনের নেতা খাজা আসিফ যে ভিডিও বার্তা দিয়েছেন সেটা তার ব্যক্তিগত মতামত। এটা দলের কোনো কিছু না।
পিএমএল-এনের আসিফ সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নওয়াজ শরিফ পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থী হবেন না। তার পরিবর্তে তার ভাই শাহবাজ শরিফ তাদের প্রধানমন্ত্রী প্রার্থী।
মরিয়ম বলেন, জোটের শরিকদের সঙ্গে এখনো আলোচনা চলছে। তাদের সঙ্গে আলোচনা শেষে প্রধানমন্ত্রী প্রার্থী ঠিক করা হবে।
এবারের পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে নওয়াজ পিএমএল-এন। নির্বাচনে তারা মোট ৭৪টি আসন পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠাতা না পাওয়ায় জোট সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু করেছে দলটি। ইতিমধ্যে বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠকও করেছেন নওয়াজ শরিফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.