এক দাবড়ে বিএনপি’র হাত-পা ধরা শুরু হয়ে গেছে : হানিফ

কুমিল্লা ব্যুরো: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘শেষ পর্যন্ত অনেকের অবস্থা শিশু বক্তা মাদানীর মতো হবে। রফিকুল ইসলাম মাদানি বলেছিলেন, ‘‘আমি সংবিধান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানি না’’। যোশে হুঁশ হারালে যা হয় তাই আরকি। তারা যোশে হুঁশ হারিয়ে পাগল হয়ে গেছে, পাগল হয়ে পুলিশের ওপর হামলা করেছে- এক দাবড় দেওয়াতেই আজকে দেখেন ওদের হাত পা ধরা শুরু হয়ে গেছে। ফখরুল সাহেবের মিউ মিউ কথা শুরু হয়ে গেছে। ওনার কিন্তু আস্তে আস্তে হুঁশ ফিরে আসতেছে।’
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে কুমিল্লার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘এই সম্মেলন থেকে বলে দিতে চাই, আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও শক্তিশালী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেবে এমন শক্তি এ দেশের কারও নেই। আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে টলমল করছে- ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটা ভাবার কোনও কারণ নেই।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘১০ তারিখ নাকি মহাসমাবেশ হবে। খালেদা জিয়া আসবে। তিনি নাকি দেশ পরিচালনা করবে- যে দুর্নীতির দায়ে জেল খেটেছে, এতিমের টাকা মেরে খাওয়ার অপরাধে সাজা পেয়েছে তার নিয়ন্ত্রণে নাকি দেশ পরিচালিত হবে। আরেক দল বলছে তাদের নায়ক এ দেশের সবচেয়ে বিতর্কিত, সন্ত্রাসী, দুর্নীতিগ্রস্ত, মুচলেকা দিয়ে দেশ থেকে পলাতক তারেক রহমান- আবার দেশে ফিরে আসবেন বীরের বেশে। মুচলেকা দিয়ে যে পালিয়ে যায় সে নাকি বীর।’
তিনি বলেন, ‘বিএনপি জামায়াত ও রাজাকাররা মিলে যেভাবে মুখ ভেঙচি দিচ্ছেন, সতর্ক হয়ে যান। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বেশি বাড়াবাড়ি করবেন না। নাশকতা করলে এর সমুচিত শিক্ষা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেবে। প্রয়োজন হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থাকবে। পাড়া-মহল্লায় যারা ইউনিয়নের একটাকেও আর ফেরত দেওয়া হবে না। আমরা কত কঠোর হতে পারি তা আগামী দিনে বুঝিয়ে দেওয়া হবে।’
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বিশেষ বক্তা ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য ও নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.