এক দশক পর সম্পর্ক উন্নয়নের পথে মিসর-তুরস্ক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: এক দশক আগে ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করতে যাচ্ছে মিসর ও তুরস্ক। মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি বলেছেন, রাষ্ট্রদূত পর্যায়ে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা ‘উপযুক্ত সময়ে’ হবে।
প্রায় ১০ বছর পর কায়রো সফর করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শনিবার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের শীর্ষ কূটনীতিকরা।
এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘মিসরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যত তাড়াতাড়ি সম্ভব জোরদার করবে তুরস্ক।’
তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমরা মিশরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব যাতে ভবিষ্যতে ফের আমাদের সম্পর্ক ছিন্ন না হয়।’
অন্যদিকে, মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি তার বক্তব্যে বলেন, ‘রাষ্ট্রদূতদের পুনঃস্থাপনের বিষয়ে আমরা উপযুক্ত সময়ে আলোচনায় বসব। এটা আসলে নির্ভর করছে একটি ইতিবাচক আলোচনার ওপর।’
২০১৩ সালে আঙ্কারার মিত্র মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিশরের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরের বছর মিশরের তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
গত মাসে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হলে, সংহতি দেখানোর জন্য শুকরি তুরস্ক সফর করেছিলেন। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.