এক আসরে জোড়া পদক জিতে ভারতীয় মনুর ইতিহাস

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকের এক আসরে জোড়া পদক জয়ের কীর্তি গড়লেন মনু ভাকের। গত রোববার (২৮) প্রথম ভারতীয় নারী হিসেবে ১০ মিটার এয়ার পিস্তল এককে ব্রোঞ্জপদক জয় করেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে মিশ্র দ্বৈতেও ব্রোঞ্জ জিতেছেন ২২ বছর বয়সি এই ক্রীড়াবিদ।
অবশ্য ব্রিটিশ ভারতে একবার জোড়া পদক জিতেছিলেন নরম্যান গিলবার্ট প্রিচার্ড। ১৯০০ সালে কলকাতায় জন্ম নেওয়া এই দৌড়বিদ ২০০ মিটার স্প্রিন্ট ও ২০০ মিটার হার্ডলসে পদক জিতে সে রেকর্ড গড়েছিলেন। ১২৪ বছর পর তার সেই রেকর্ডে ভাগ বসালেন মনু।
তবে প্রিচার্ড অলিম্পিকে অংশ নিয়েছিলেন ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাথলেট হিসেবে। সে হিসেবে শুধু ভারতের প্রতিনিধিত্ব করে এক আসরে জোড়া পদক জয়ের দিক দিয়ে মনুই প্রথম।
১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দ্বৈত ইভেন্টে মনু তার সতীর্থ সরবজোত সিংকে নিয়ে দক্ষিণ কোরিয়ার ওনহো লি ও জিন ওহ ইয়েকে ১৬-১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জপদক নিশ্চিত করেছেন।
এর আগে ভিন্ন দুই আসরে পদক জয়ের কীর্তি গড়েছিলেন শাটলার পিভি সিন্ধু। ২০১৬ রিও অলিম্পিকে রৌপ্য ও ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.