এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহন ভয়াবহ দুর্ঘটনায় নিহত-১৯ আহত-৩০

খুলনা ব্যুরো: খুলনা থেকে রোববার (১৯ মার্চ) ভোরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইমাদ পরিবহনের বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারান। ঘটনাস্থলে প্রান হারায় ১৪ জন যাত্রীর। হাসপাতালে নেওয়ার পথে আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০।
খুলনার রয়্যালের মোড়ের ইফাদ পরিবহনের কাউন্টার মাষ্টার শরীফ বিটিসি নিউজকে জানান, যাত্রী তালিকা থেকে দেখলাম ৪০ জন যাত্রীর মধ্যে খুলনার ১০-১২ জন খুলনার যাত্রী। বেশিরভাগ গোপালগঞ্জের লোক। খুলনা থেকে পরিচিত যাত্রী এক সাথে ৫ জন যাত্রী উঠেছিল। তাদের সাথে আমি যোগাযোগ করেছি তারা সবাই সুস্থ আছেন। তারা জানিয়েছেন, গাড়ি ব্রেক ফেল কলে আইল্যান্ড ভেঙ্গে পাল্টি খেয়েছে গাড়িটি। গাড়ি নং ইফাদ পরিবহন- ৩৩৪৮
খুলনার রয়্যালের মোড়ের কাউন্টার থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে যাত্র শুরু করে ৪০ সিটের এই বাসটি। বাকি যাত্রী গোপালগঞ্জ থেকে বাসে উঠে। কতজন মারা গেছে এ সম্পর্কে কাউন্টার মাষ্টার কোন সঠিক তথ্য জানাতে পারেন নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.