একুশে বইমেলায় আসছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর কাব্যগ্রন্থ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: আসন্ন অমর একুশে বইমেলা-২০২১ এ  প্রকাশিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী জুবায়েদ মোস্তফার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আলো-আঁধারের সন্ধিক্ষণ’।বইটি প্রকাশ করেছে বিসর্গ প্রকাশনী। 
পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা থেকেই লেখালেখি অভ্যাস শুরু হয় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জুবেয়াদ মোস্তফার।
অমর একুশে গ্রন্থমেলায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আলো-আঁধারের সন্ধিক্ষণ’ সম্পর্কে তিনি বলেন,আমি মূলত বাস্তবসম্মত লেখালেখি করতে পছন্দ করি।এই কাব্যগ্রন্থে ৩৫টি কবিতা আছে।আর এই কবিতাগুলোর মাঝে মিশ্র প্রতিক্রিয়া আছে।বাবা-মা,শিক্ষক সম্পর্কিত কবিতা যেমন আছে তেমনি প্রেম-ভালোবাসা ও দেশপ্রেম সম্পর্কিত কিছু কবিতাও আছে।আর সবগুলো কবিতায় বাস্তব সম্পর্কিত।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন,লেখালেখিটা ধরে রাখার ইচ্ছা।আর এবছরের পরের বইমেলায় একাধিক বা কমপক্ষে দুইটি হলেও গ্রন্থ বের করার চিন্তা,ভাবনা আছে।পাশাপাশি ভবিষ্যতে উপন্যাস নিয়েও কাজ করতে চাই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি নওরীন বর্না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.