একাদশ সংসদে আবারও সংসদ নেতা হলেন শেখ হাসিনা

ঢাকা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তিনি সংসদ নেতা নির্বাচিত হন।

** শপথ নিয়েছেন নবনির্বাচিত এমপিরা

আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১১টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। শপথগ্রহণ শেষে দুপুর সাড়ে ১২টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সংসদ নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাবে সমর্থন করেন আওয়ামী লীগের পরিষদের সদস্য আমির হোসেন আমু।

এরপর সভায় উপস্থিত আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা ও আওয়ামী লীগের সংসদীয় দলের সভাপতি হিসেবে নির্বাচন করেন।

সভা শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.