একাদশ নির্বাচনে ধানের শীষের প্রার্থীসহ ৬৯ জনের ভোট বর্জন

বিটিসি নিউজ ডেস্ক:  কেন্দ্র দখল, প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা, ভোটদানে বাধা, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া ও ভীতি প্রদর্শনের অভিযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৬৯ জন। এর মধ্যে ধানের শীষের প্রার্থী ৫৯ জন, লাঙলের প্রার্থী ৩, বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ৩ ও স্বতন্ত্র প্রার্থী ৪ জন রয়েছেন। ভোট বর্জনকারী ধানের শীষের ৫৬ প্রার্থীর বেশিরভাগ বিএনপি ও জামায়াত নেতা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

রাজশাহী : রাজশাহী-৪ (বাগমারা) বিএনপির প্রার্থী আবু হেনা ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম ম-ল ভোট বর্জন করেন।

নাটোর : নাটোর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান সেন্টু, নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী কারুন্নাহার শিরিন, নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি ও নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী দাউদার মাহমুদ ভোট বর্জন করেন।

জয়পুরহাট : জয়পুরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী আ স ম তিতাস মোস্তফা ও জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন।

নওগাঁ : নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপির প্রার্থী মো. সামসুজ্জোহা খান বিকাল ৩টায় ভোট বর্জনের ঘোষণা দেন।

পাবনা : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভোট বর্জন করেন।

বগুড়া : বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম ভোট বর্জন করেন।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ধানের শীষের ৫ প্রার্থী ভোট বর্জন করেন। তারা হলেন সিরাজগঞ্জ-১ আসনে কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, সিরাজগঞ্জ-২ সাবেক এমপি রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ-৩ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৪ জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান এবং সিরাজগঞ্জ-৫ আসনে সাবেক ছাত্রদল নেতা আমিরুল ইসলাম খান আলিম।

ঢাকা : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি সালমা ইসলাম ভোট বর্জন করেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে বিএনপির ৫ ও জাতীয় পার্টির ১ প্রার্থী ভোট বর্জন করেন। তারা হলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) বিএনপির সরকার শহীদুল ইসলাম, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) বিএনপির লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) বিএনপির গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী (লাঙল)।

ময়মনসিংহ : জেলার ১১টি আসনে জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি, গণফোরাম ও এলডিপির ৮ প্রার্থী ভোট বর্জন করেন। তারা হলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আফজল এইচ খান (ধানের শীষ), ময়মনসিংহ-৩ (গৌরীপুর) ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন (ধানের শীষ), ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) মোহাম্মদ জাকির হোসেন (ধানের শীষ), ময়মনসিংহ-৬

(ফুলবাড়িয়া) ইঞ্জিনিয়ার শামসউদ্দিন আহমদ (ধানের শীষ), ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান (ধানের শীষ), ময়মনসিংহ-৯ (নান্দাইল) খুররম খান চৌধুরী (ধানের শীষ), ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সৈয়দ মাহমুদ মোরশেদ (ধানের শীষ) ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু (ধানের শীষ)।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ কবীর হোসেন নির্বাচন বর্জন করেন।

দিনাজপুর : দিনাজপুর-৬ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম ভোট বর্জন করেন।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম হাবিব দুলাল (সিংহ প্রতীক) ভোট বর্জন করেন।

নীলফামারী : নীলফামারী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মনিরুজ্জামান মন্টু ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আজিজুল ইসলাম ভোট বর্জন করেন।

গাইবান্ধা : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মাজেদুর রহমান মাজেদ ও বাম গণতান্ত্রিক জোট বাসদের গোলাম রব্বানী শাহ; গাইবান্ধা-২ (সদর) ধানের শীষের প্রার্থী বিএনপি প্রার্থী আব্দুর রশিদ সরকার, বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী সিপিবি নেতা মিহির কুমার ঘোষ, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা ফারুক আলম সরকার ভোট বর্জন করেন।

চট্টগ্রাম : দুপুরের পর নির্বাচন বর্জনের ঘোষণা করেন চট্টগ্রামে ঐক্যফ্রন্টের তিন প্রার্থী। তারা হলেন চট্টগ্রাম-৪ (সীতাকু-) আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান কোনো কেন্দ্রে এজেন্ট দেননি। দলীয় এজেন্টদের মামলা-গ্রেপ্তার থেকে রক্ষা করতে তিনি সকালেই ভোট বর্জনের ঘোষণা দেন।

জামালপুর : জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু দুপুর ১২টায় ভোট বর্জনের ঘোষণা দেন।

শেরপুর : শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ও শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল ভোট বর্জনের ঘোষণা দেন।

চাঁদপুর : চাঁদপুর-১ আসনের বিএনপির প্রার্থী মোশারফ হোসেন, চাঁদপুর-২ বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৪ বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশিদ ও চাঁদপুর-৫ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক ভোট বর্জন করেন।

রাজবাড়ী : রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু ভোট বর্জন করেন।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাম গণতান্ত্রিক জোটের অ্যাডভোকেট দীলিপ কুমার পাইক ভোট বর্জন করেন।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপিা প্রার্থী কে এম মুজিবুল হক ভোট বর্জন করেন।

নেত্রকোনা : নেত্রকোনা-৩ আসনে বিএনপির প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী ও নেত্রকোনা-৫ আসনে বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার নির্বাচন বর্জন করেন।

হবিগঞ্জ : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আফছার আহম রুপক নিজের ভোট দিতে না পেরে এবং দুপুর ১২টার আগে তার কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়ে যাওয়ায় ভোট বর্জনের ঘোষণা দেন।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন দুপুর দেড়টায় ভোট বর্জনের ঘোষণা দেন।

সাতক্ষীরা : সাতক্ষীরা-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

ঝিনাইদহ : ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা মাওলানা মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ (সদরের আংশিক-কালীগঞ্জ) আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ভোট বর্জন করেন।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.