একসঙ্গে ৯ দিকের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিতে পারবে তুরস্ক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বছরের শুরুতেই নতুন প্রযুক্তি পেয়েছে তুর্কি সেনাবাহিনী। তাও আবার নিজেদের তৈরি। নিজস্ব তৈরি প্রতিরক্ষাব্যবস্থায় সমরাস্ত্রে নতুন দিগন্তে পা রেখেছে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ দেশটি।
তুরস্কের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহর খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেশটির সেনাবাহিনীকে দেওয়া হয়। নতুন ওই প্রতিরক্ষাব্যবস্থায় একসঙ্গে ৯ দিকের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিতে পারবে তুরস্ক।
খবরে বলা হয়, হিসার ও+ মূলত কম উচ্চতায় ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ আগেই তুরস্ক সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল।
তুরস্কের বৃহৎ দুটি সমরাস্ত্র তৈরির প্রতিষ্ঠান আসেলসান ও রকেটসান নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা হিসার ও+ তৈরি করে। ২০২১ সালের মার্চে প্রথম এ প্রতিরক্ষাব্যবস্থার পরীক্ষা চালায় তুরস্ক।
এটির প্রতিরক্ষা সক্ষমতা ৩৬০ ডিগ্রি। একসঙ্গে ৯ দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে সক্ষম তুরস্কের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা।
২৫ কিলোমিটার ব্যাসের মধ্যে হেলিকপ্টার, ড্রোন, ক্রুজ ও বিমান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম আলোচিত ওই প্রতিরক্ষাব্যবস্থা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.