একশ রানও করতে পারলো না সিলেট

বিটিসি স্পোর্টস ডেস্ক: কাগজে-কলমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ে বেশ পিছিয়েই সিলেট সানরাইজার্স। মাঠের খেলায়ও দেখা গেলো এর ছাপ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে একশ রানও করতে পারেনি মোসাদ্দেক হোসেন নেতৃত্বাধীন সিলেট।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভারও খেলতে পারেনি সিলেটের ব্যাটাররা। শেষ ওভারের প্রথম বলে অলআউট হয়েছে ৯৬ রানে। জয় দিয়ে আসর শুরু করতে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লার লক্ষ্য এখন মাত্র ৯৭ রান।
প্রথম দিনের দুই ম্যাচের মতো আজও টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। প্রতিপক্ষের আমন্ত্রণে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট।
ইনিংসের তৃতীয় ওভারে দলের মাত্র ৭ রানের মাথায় ব্যক্তিগত ৩ রানে সাজঘরের পথ ধরেন এনামুল হক বিজয়। আরেক ওপেনার কলিন ইনগ্রাম আউট হন পাওয়ার প্লে’র শেষ ওভারে। তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি ইনগ্রাম। তার ব্যাট থেকে ২১ বলে আসে মাত্র ২০ রান।
এরপর হতাশ করেন মোহাম্মদ মিঠুন (৫), অধিনায়ক সৈকত (৩), অলক কাপালি (৬), মুক্তার আলিরা (০)। ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা ১৯ বলে ১৭ এবং স্থানীয় অফস্পিনিং অলরাউন্ডার সোহাগ গাজী ১৯ বল খেলে করেন ১২ রান। আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
কুমিল্লার পক্ষে বল হাতে নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম। বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম ১ উইকেট নিলেও চার ওভারে খরচ করেন মাত্র ১০ রান। মোস্তাফিজ ও শহিদুল দিয়েছেন সমান ১৫ রান করে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.