উজিরপুর প্রতিনিধি:বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল জামায়াতে ইসলাম।যেখানে কোনো মাদকাসক্ত নেই ।এই দল ক্ষমতায় গেলে সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, মাদক নির্মূল হবে।
২৬ জুন বৃহস্পতিবার বিকেলে উজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জনাব মাইনুদ্দিন তালুকদারের সভাপতিত্বে উজিরপুর টেম্পু স্ট্যান্ড থেকে উপজেলা চত্বর পর্যন্ত সচেতনতামূলক রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তৃতা জামায়াতে ইসলামী জেলা যুব বিভাগের সভাপতি জনাব নুরুল হক সোহরাব এ কথা বলেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক।
আরো উপস্থিত ছিলেন, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আসাদুজজামান সবুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ খোকন সরদার, উজিরপুর পৌরসভার আমির মোঃ আল আমিন সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রোগ্রাম থেকে দায়িত্বশীলগন মাদকবিরোধী সমাজ গঠনের জন্য কোরআনের শাসন সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব বলে জানান।
এ সময় বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র রাজনৈতিক দল যাহার লক্ষ লক্ষ নেতাকর্মীদের মধ্যে একটি লোকও মাদকাসক্ত নেই। এই দল ক্ষমতায় আসলে দেশ থেকে মাদক নির্মূল হবে এবং ঘুষ দুর্নীতিমুক্ত সমাজ কায়েম হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.