একদিনে মহারাষ্ট্র ৪১টি ট্রেন পাঠাচ্ছে পশ্চিমবঙ্গে, আপত্তি রাজ্যের

কলকাতা প্রতিনিধি: মহারাষ্ট্র করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫২ হাজার ছাড়িয়েছে ৷ মহারাষ্ট্রে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ৷ সব থেকে খারাপ অবস্থা রাজ্যের রাজধানী মুম্বইয়ের ৷

দেশের মোট আক্রান্তের এক তৃতীয়াংশের বেশীই এই রাজ্যের৷ মৃতের সংখ্যা ১৬৯৫ ৷ তার মধ্যে মুম্বইতেই মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে ৷
এই পরিস্থিতিতে মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ বিশেষত মুম্বই বা তার সংলগ্ন এলাকাগুলি থেকে যে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন, তাঁদের করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা প্রবল ৷ এ দিকে মঙ্গলবারই মুম্বই সহ মহারাষ্ট্র থেকে ৪১টি শ্রমিক স্পেশাল ট্রেন রাজ্যের উদ্দেশ্যে ছাড়ার কথা৷
আম্ফানের জেরে পশ্চিমবঙ্গ সরকার বিপর্যয়ের মুখে পড়েছে ৷ পরিস্হিতি সামাল দিতে তারা সদাসর্বদা কর্মরত এমতাবস্থায় মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকরা দেশে ফিরলে যে ব্যাবস্হাগুলো নিতে হবে তা নিতে একটু সময় লাগবে রাজ্যের ৷
তাই এখনই এই ট্রেনগুলিকে আনার বিষয়ে আপত্তি রয়েছে রাজ্য সরকারের৷ কারণ ট্রেনে করে আসা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থার আয়োজন করা রাজ্য প্রশাসনের পক্ষে কঠিন৷ বরং ওই শ্রমিকদের থেকেই আরও বহু মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে ৷
এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও বলেন, শ্রমিকদের ফেরত পাঠানোর বিষয়টি দুই রাজ্যের সম্মতিক্রমেই হওয়া উচিত ৷ আম্ফান পরবর্তী পরিস্থিতির জন্য রাজ্য যে কয়েকদিন শ্রমিক স্পেশাল ট্রেন আসা বন্ধ রাখতে চাইছে, তাও জানান স্বরাষ্ট্রসচিব ৷
কিন্তু নবান্ন সূত্রে আজ মঙ্গলবার (২৬ মে) জানান, হয়েছে রাজ্য সরকারের আপত্তি অগ্রাহ্য করে মহারাষ্ট্র রেল বোর্ডের পরিকল্পনায় আসছে ট্রেন ৷ এই ট্রেনগুলি আসবে হাওড়া স্টেশনে ৷ ইতিমধ্যেই ৪১টি ট্রেন আজ রওনা দিয়েছে রাজ্যের উদ্দেশ্যে ৷ ইতিমধ্যেই মহারাষ্ট্র থেকে ৬টা ট্রেন পৌছে গেছে ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.