চট্টগ্রাম প্রতিনিধি: আমরা স্লোগান দিয়েছি ‘তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত।’ কিন্তু আন্দোলন বিমুখ একটি পক্ষ নির্বাচনের বিরোধিতাকারী ও ষড়যন্ত্রকারীদের পাশাপাশি শান্ত হাটহাজারীকে অশান্ত করার অপচেষ্টা করছে। বিরোধিতার নামে গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের রক্তস্নাত হাটহাজারীর পবিত্র মাটিতে আওয়ামী দোসর ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না।
শুক্রবার (২১ নভেম্বর) চারিয়া বাজার এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মীর হেলালের সমর্থনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
তারা বিভ্রান্তি সৃষ্টি না করে ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় আদর্শিক নেতাকর্মীসহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতা-কর্মী ও সমর্থকেরা।
বাদ জুমা হাটহাজারী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মসজিদে ও মুসল্লিদের ধানের শীষে ভোট দেওয়ার আবেদন সম্বলিত লিফলেট বিতরণের পাশাপাশি মীর হেলালের জন্য দোয়া কামনা করা হয়।
ঐতিহ্যবাহী হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সভায় আসা মুসল্লিদের মাঝে ব্যারিস্টার মীর হেলালের পক্ষে পানি ও শরবত বিতরণ করা হয়।
গণসংযোগে হাটহাজারী উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্যসচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুস শুক্কুর মেম্বার, আব্দুল মান্নান দৌলত, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন, সৈয়দ মুস্তাফা আলম মাসুম, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুল কবির তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল আলম, নাহিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান চৌধুরী, সদস্যসচিব আরেফিন সাইদুল, ছাত্রদলের আহ্বায়ক রেজওন রকি, খালেক প্রমুখ অংশ নেন।
তারা মীরের হাট, মুন্সি মসজিদ, বোর্ড স্কুল, চারিয়া বাজার, মাদ্রাসা এলাকায় গণসংযোগ করেন এবং মীর হেলালের পক্ষে ভোট প্রার্থনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #















