BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামের ক্ষতি করতে চায় : সালাহউদ্দিন আহমদ

একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামের ক্ষতি করতে চায় : সালাহউদ্দিন আহমদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিপত্তি নিয়ে আসতে চায়। বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদ আয়োজিত আজমতে সাহাবা মহা সম্মেলন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সরকার ছিল। তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে। এটা অপরাজনীতি, ইসলাম বিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেম বিদ্বেষী রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে। কিভাবে তারা বিদায় নিয়েছে, এদেশে তাদের রাজনীতি কিভাবে সমাপ্ত হয়েছে, ইতিহাস সাক্ষী। সুতরাং বাংলাদেশে এমনভাবে আমরা আগামী দিনের রাজনীতির চেষ্টা করি যাতে আমাদের ভালো আদর্শের মধ্য দিয়ে আওয়ামী তথাকথিত অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করি, ইদানিং একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিপত্তি নিয়ে আসতে চায়। বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। সেজন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরও বেশি বেশি হওয়া দরকার। যারা ফিরকা ও ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আমি এখানে শুনতে এসেছিলাম এবং বিশেষ করে আপনাদেরকে এই দাওয়াত দিতে এসেছিলাম। যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে এবং সে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই। যেখানে রাজনৈতিক কারণে আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদেরকে শিক্ষা নিতে হবে বিগত ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ছেলে মুফতী মাঈনউদ্দিন আহমেদ।

মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান, আবু জাফর আহমেদ বাবুল, হেফাজতের নায়েবে আমীর জুনায়েদ আল হাবিব, সিনিয়র নায়েবে আমীর খলিল আহমেদ কোরায়েশি।

সম্মেলনে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হননি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করল তাইওয়ান বয়স্কদের জন্য এক হাজার ক্লাব তৈরি করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা ৯৮ শতাংশ ভোটে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হাসান আজ ৫২-তে পা সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা স্কাই স্টেডিয়াম নিয়ে বিভ্রান্তি, সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামের ক্ষতি করতে চায় : সালাহউদ্দিন আহমদ মৎস্যজীবীদের শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকেও মূল্যায়নের আওতায় আনতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সরকার : ধর্ম উপদেষ্টা মোরেলগঞ্জে ঘষিয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত