একটি কবুতরের জন্য প্রাণ গেলো যুবকের


নাটোর প্রতিনিধি: বৈদ্যুতিক খুঁটি বেয়ে উপরে উঠে কবুতর ধরতে গিয়ে প্রাণ হারাল তারেক বাবু (১৯) নামের এক নিরাপত্তারক্ষী যুবক। নাটোরের বড়াইগ্রামের বনপাড়াস্থ বনলতা রিফ্যাক্টরি নামে ইটভাটায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তারেক বাবু দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মধ্যম মাগুরা গ্রামের আজাদ আলীর ছেলে।
ম্যাকসন সিকিউরিটি কোম্পানির একজন সিকিউরিটি গার্ড হিসেবে তিনি ওই ফ্যাক্টরিতে দায়িত্বরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সহকর্মী শাহাব উদ্দিন বিটিসি নিউজকে জানান, রাত ২টার দিকে ফ্যাক্টরির উত্তর পাশের বৈদ্যুতিক লাইনের নেগেটিভ তারে একটি কবুতর বসে থাকতে দেখে সে খুঁটি বেয়ে উপরে ওঠে। কিন্তু ৩৩ হাজার ভোল্টেজের ওই লাইনের কাছাকাছি যেতেই সে বিদ্যুতায়িত হয় ও বিকট শব্দের পর নীচে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কবুতরটিও মরে যায়।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কবুতরটি ধরতে লোহার রড ব্যবহার করে উপরে উঠলে সে এ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.