একজন মানবিক জেলা প্রশাসক

হবিগঞ্জ প্রতিনিধি: বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতির কারণে মানুষের জীবন যাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে বিভিন্ন পেশার মানুষের আয়-রোজগার। ঠিক তখনই হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসকের নেতৃত্বে পুরো জেলা জুড়ে শুরু হয় মানবিক খাদ্য সহায়তার কার্যক্রম।
তথ্য-প্রযুক্তির মাধ্যমে জেলা প্রশাসকের এই মানবিক সৃজনশীল উদ্যোগের সুবিধা নিতে পারছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এই পর্যন্ত জেলার সবকটি উপজেলায় হবিগঞ্জের জেলা প্রশাসক কতো পরিমাণ খাদ্য সহায়তা বিতরণ করেছেন তার একটি তালিকা তোলে ধরেছে জেলা প্রশাসন।
নিম্নে তা দেখানো হল:-

হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত ৫৯,৯০৭টি পরিবারের মধ্যে ৫,৯৯,০৭০ কেজি চাল, ৪২,৫৯৬ কেজি আলু ও ১৭,৪১৮ কেজি ডাল খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

উপজেলাওয়ারী তালিকা:

হবিগঞ্জ সদর- ১৩,৩০০ পরিবার (চাল-১,৩৩,০০০ কেজি, আলু-৯,৩০০ কেজি, ডাল-৩,২৫০ কেজি) লাখাই- ৩,৯৫২ পরিবার (চাল- ৩৯,৫২০ কেজি, আলু-২,৬০০ কেজি, ডাল-১,২০০ কেজি)।

শায়েস্তাগঞ্জ- ৪,৪০০ পরিবার (চাল- ৪৪,০০০ কেজি, আলু-৩,৫০০ কেজি, ডাল-৯০০ কেজি)।

মাধবপুর- ৭,১০০ পরিবার(চাল- ৭১,০০০ কেজি, আলু- ৪,৮০০ কেজি, ডাল ২,৪০০ কেজি)।

চুনারুঘাট – ৭,১০০ পরিবার (চাল-৭১,০০০ কেজি, আলু- ৪,৮০০ কেজি, ডাল-১,৯২০ কেজি)।

নবীগঞ্জ- ৮,৬০০ পরিবার (চাল-৮৬,০০০ কেজি, আলু -১১,৬০০ কেজি, ডাল- ৫,২০০ কেজি)।

বাহুবল – ৫,০০০ পরিবার (চাল-৫০,০০০ কেজি, আলু-১,৫০০ কেজি ডাল-৭৭৬ কেজি)।

বানিয়াচং – ৬,৫৫৫ পরিবার (চাল-৬৫,৫৫০ কেজি, আলু-৩,২৮০ কেজি, ডাল-১,৩০০ কেজি)।

আজমিরীগঞ্জ- ৩,৯০০ পরিবার (চাল-৩৯,০০০ কেজি, আলু-১,২১৬ কেজি,ডাল-৪৭২ কেজি) ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.