এই সরকারের একটাই মাত্র উদ্দেশ্য, যেকোনো ভাবে ক্ষমতায় থেকে শুধুমাত্র লুটপাট করা : মির্জা ফখরুল

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেকেই বলেন, এটি স্বৈরাচার সরকার। এরা স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা, ফ্যাসিবাদী। স্বৈরাচার হলে তাদের ন্যূনতম একটা কিছু থাকে। আইয়ুব খান ছিল স্বৈরাচার— তখনও এই অবস্থা ছিল না। এটি তো ফ্যাসিবাদ। কিছু নেই, একজন, এক ব্যক্তির শাসন।’

মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান যেরকম কৃষক তথা খেটে খাওয়া মানুষের পাশে থেকে রাজনীতি শুরু করেছিলেন, তারেক রহমানও ঠিক একইভাবে রাজনৈতিক জীবন শুরু করেছেন। আজকে যখন আমাদের অনেকের মধ্যে হতাশা কাজ করছে ভয়-ভীতি ত্রাস কাজ করছে তখন দেশনায়ক তারেক রহমান সেই সুদূর লন্ডন থেকে লালমনিরহাটের এক নেতাকে ফোন দিয়ে বলেছেন- ‘কেমন আছেন? ভালো আছেন তো? সাহস হারাবেন না, আমরা সবাই আছি।’

মহাসচিব আরও বলেন, ‘এই সরকারের একটাই মাত্র উদ্দেশ্য, যেকোনো ভাবে ক্ষমতায় থেকে শুধুমাত্র লুটপাট করা। নিজেরা বিত্তশালী হওয়া এবং সেই বিত্তকে বিদেশে পাচার করা।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ বক্তব্য দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.