এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনদিনের উত্তরবঙ্গ সফর করছেন

 

কলকাতা (ভারত) প্রতিনিধি: তিনদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এরই মাঝে দেশের নির্বাচন দফতর উত্তরবঙ্গের নয় টি রাজ্যে বিধান সভার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছেন।
কার্যত এই নির্বাচন ২০২৪-র আগে লোকসভা নির্বাচনের সেমিফাইনাল বলে মনে করছেন দেশের রাজনৈতিক মহল।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোকে পাখির চোখ করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল দল।
চলতি বছরের প্রথম নির্বাচন এটি হতে চলেছে।উত্তরবঙ্গের সীমান্ত এলাকা গুলো যথেষ্টই স্পর্শকাতর। প্রায়শই বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ লেগেই আছে। সেইদিক থেকে অবাধ শান্তিপূর্ণ ভোট করানোটাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।
একই সাথে পশ্চিমবঙ্গের রায়দিঘি কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা।সেই কেন্দ্রের শাসক দলের প্রার্থীর মৃত্যুতে উপনির্বাচন হওয়ার কথা। যদিও ওইদিন মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য শেষ পর্যন্ত কি হয় দেখার।
ইতিমধ্যেই উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি মেঘালয়, নাগাল্যাণ্ড ও ত্রিপুরার জন্য বেশকিছু উন্নয়নমূলক প্রস্তাব রেখেছেন। বিভিন্ন সরকারী অনুষ্ঠানেও যোগদান করছেন।
পুনরায় তিনি আসন্ন নির্বাচনী প্রচারে যাবেন বলে খবর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.