এই মরসুমে হঠাৎই দেখাগেল সুন্দর বনের বাঘ

কলকাতা (ভারত) প্রতিনিধি: ১লা অক্টোবর থেকে খুলে দেওয়া হয়েছে সুন্দর বনের জঙ্গল। তারপর থেকেই চলছে দর্শকদের আনাগোনা। পাশাপাশি বাঘ ও অন্যান্য প্রাণীদেরও হামেশাই নজরে পড়ছে।
এমনই এক অভিজ্ঞতা হলো গতকাল বৃহস্পতিবার,পর্যটকরা যখন লঞ্চে বেড়াচ্ছিলেন হঠাৎই আবির্ভাব হলো স্বমহিমায় দক্ষিণরায়ের।
বাঘটি জঙ্গল থেকে বেড়িয়ে সাঁতার কেটে এপার ওপার করার সময় ক্যামেরা বন্দি হয় পর্যটকদের। পর্যটকেরা দলে এগারো জন ছিলেন,হঠাৎই শিকে ছেঁড়ে তাদের। সাঁতরে জঙ্গলের এপ্রান্ত থেকে ওপ্রান্তে যাওয়ার মুহূর্তকে চাক্ষুষ করতে পেরে উচ্ছ্বসিত পর্যটকেরা। এই মরসুমে প্রথম বাঘের দেখা মিলল বলে স্থানীয় সূত্রে খবর।
করোনার জন্য অনেকদিন জঙ্গল বন্ধ থাকায় পশুপক্ষিদের বিচরণের জন্য বেশকিছু কাজ করা হয় যাতে তারা সহজেই পর্যটকদের ধরা দিতে পারে। সেইজন্য আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। শুধু তাই নয় পর্যটকদের নিরাপত্তার দিকও মজবুত করা হয়েছে বলে জানান এক পর্যটন আধিকারিক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.