এই প্রথম লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: এই প্রথম লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধী এবার কেরালার ওয়ায়নার এবং রাইবেরিলি কেন্দ্র থেকে নির্বাচিত হন। তিনি সোমবার ওয়ায়নার কেন্দ্র থেকে পদত্যাগ করবেন। সেই জায়গায় প্রিয়াঙ্কা লড়বেন।
কংগ্রেস নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।
আবেগপূর্ণ বক্তব্যে রাহুল বলেন, আমার বোন প্রার্থী হবে জেনে আমি খুব খুশি। এরপর আমরা দু’জনই ওয়ায়নার এবং রাইবেরিলিতে একসঙ্গে কাজ করবো।
উল্লেখ্য, এই প্রথম গান্ধী পরিবারের তিনজন সদস্য সংসদে আসবেন। সোনিয়া গান্ধী আগেই উচ্চ কক্ষ রাজ্যসভায় নির্বাচিত। তিনি কংগ্রেস সংসদীয় দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভারতের নির্বাচন কমিশন যখন উপনির্বাচন ঘোষণা করবে, প্রিয়াঙ্কা তখন প্রতিদ্বন্দ্বিতা করবেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.