এই দেশে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়, পরিচয় পাওয়া যায় না : শিমুল বিশ্বাস

‎নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ৩৬ জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে। অসম্ভবকে সম্ভব করেছে দেশের ছাত্র-জনতা। সব শ্রেণির মানুষই জীবন দিয়েছে। কিন্তু দু:খ ও পরিতাপের বিষয় হলো এমন একটি দেশে আমরা বাস করি যেখানে মৃত্যুর পরও লাশের পরিচয়ও পাওয়া যায় না। মাসের পর মাস মর্গে মরদেহ পড়ে আছে। আবার অনেকের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে।
‎সোমবার (১৮ আগষ্ট) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমীতে আয়োজিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) পাবনা জেলা শাখার উদ্যোগে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‎তিনি বলেন, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। লাশ গাড়িতে তুলে পুড়িয়ে দিয়েছে। অনেককে গুম করা হয়েছে। মতের বাহিরে গেলেই তাকে জুলুম নির্যাতন করা হতো। সীমাহীন নির্যাতন সহ্য করতে হয়েছে দেশের মানুষকে। এখনো ঢাকা মেডিকেলর মর্গে লাশ পড়ে আছে পড়ে আছে ৬ জনের পরিচয় পাওয়া যায়নি।
‎ফ্যাসিবাদী আমলে সাংস্কৃতিক কর্মীদের উপর হাসিনার জুলুম নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, ওই আমলে সাংস্কৃতিক কর্মীদের উপর লাগাতার হুলিয়া জারি করা হয়েছিল। কোন শিল্পী যদি খুনি হাসিনার বিপক্ষে কোন গান রচনা করত তাহলে তাকে নানাভাবে নাজেহাল করা হতো। অনেককে সাইট করে রাখত। তারা যাতে জাতীয়তাবাদীর পক্ষে গান না করতে পারে সেই সব পদক্ষেপ নিতো। আওয়ামী পন্থী শিল্পীদের সুযোগ সুবিধা দেওয়া হতো।
‎নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেকে করতে হবে। সাধনা ও ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। নৈরাজ্য ও ভীতি সৃষ্টি করা যাবে না। সবাইকে লিডারশীপ ধারণ করার মত উদারতা থাকতে হবে।
‎পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, সাংস্কৃতিক কর্মীরা অবহেলিত থাকে। এসব সাধারণ মানুষই অসাধারণ দেশ গড়ে তুলতে সহায়তা করে। আমরা খুঁজে খুঁজে অনেক মানুষকে সহায়তা দিয়েছি। বন্যা কবলিত মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। ফসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) পাবনা জেলার সভাপতি খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূইয়ার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইথুন বাবু, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, বিশিষ্ট কণ্ঠশিল্পী মৌসুমী ও আকলিমা প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.