এআই প্রযুক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এখন বড় চ্যালেঞ্জ : ইসি (ভিডিও)

রংপুর প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার একে এম নাসির উদ্দীন বলেছেন, স্বচ্ছ ভোট নিশ্চিত করতে হলে মানুষের নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কাজে নিয়োজিত জনবল কোনো পক্ষের হয়ে কাজ করবে না।
তিনি জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাগনের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন এআই প্রযুক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এসময় রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.