উড়ন্ত শুরুর পর শাহজাদের বিদায়

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটে আলে ছড়াচ্ছেন আফগান দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ। ব্যাট হাতে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছেন তারা।
তবে পাওয়ার প্লের শেষ মুহূর্তে এসে উইকেট হারান শাহজাদ। সাফিয়ান শরিফের বলে ক্রিস গ্রিভসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১ ছয় ও ২ চারে ব্যক্তিগত ২২ রান করে সাঝঘরে ফেরেন এ ব্যাটার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৬ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫৫ রান। ৩০ রান নিয়ে মাঠে অপরাজিত আছেন জাজাই।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
স্কটিসদের বিপক্ষে মোট পাঁচবারের দেখায় সবগুলোতেই জয়ের স্বাদ পেয়েছে আফগানরা। কিন্তু এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে চমক দেখিয়ে জয় চিনিয়ে আনা স্কটিশরা তিন ম্যাচই অপরাজিত থেকে সুপার টুয়েলভে এসেছে। র‌্যাংকিংয়েরে শেষদিকে অবস্থান হলে দলটির বর্তমান ফল ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে।
অপরদিকে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় না পেলেও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করে বড় সংগ্রহ করে আফগানিস্তান। সে ম্যাচে ৫৬ রানে উইন্ডিজদের হারিয়ে হুঙ্কার দিয়ে রাখলো রশিদ-নবীরা।
স্কটল্যান্ড একাদশ: কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলয়েড, ম্যাথিউ লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জসুয়া ড্যাভে, অ্যালিসডায়ির ইভানস, ব্র্যাড হোয়েল।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), আসগর আফগান, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান ও নাভিন উল হক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.