উৎসবমুখর পরিবেশে এবারের ভোট গ্রহণ সম্পন্ন হবে : সিইসি
ঢাকা প্রতিনিধি: আজ শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আশা প্রকাশ করে জানান, উৎসবমুখর পরিবেশে এবারের ভোট গ্রহণ সম্পন্ন হবে।
সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়ে সিইসি বলেন, সবার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে।
এছাড়াও ভোটের দিন সংখ্যালঘুদের পাশাপাশি সবাই যনে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেদিকে বিশেষভাবে আইনশৃঙ্খলার সদস্যদের খেয়াল রাখারও আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। উৎকণ্ঠা নয়, উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ারও আহ্বান জানান কে এম নুরুল হুদা।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.