উৎপাদনে রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরিক্ষামুলক উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিদ্যুৎ কেন্দ্রেটির দ্বিতীয় ইউনিটের পরিক্ষামুলক উৎপাদন শুরু হয়।
এরই মধ্যে দ্বিতীয় ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট উৎপাদন হয়েছে বলে জানিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, ভোর ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরিক্ষামুলক উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুতে দ্বিতীয় ইউনিটে থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদন যায়।
এর পরে কয়েক দফা বন্ধ হলেও, বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৩২০ মেগাওয়াট।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.