উল্লাপাড়ায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কলেজের ছাত্র হোস্টেল

উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের শিক্ষার্থীদের ছাত্র হোস্টেল নির্মাণের দাবি পূরণ হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এই কলেজের ৪তলা হোস্টেল নির্মাণের জন্য ৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম আজ রোববার (১০ জানুয়ারী) কলেজের আবু তাহের ছাত্রাবাস চত্বরে নয়া হোস্টেল ভবনের ভিত্তি ফলক উন্মোচন করেন।
এসময় উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক শামীম হাসান, কলেজের শিক্ষকবৃন্দ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শামীম হাসান জানান, কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি বড় আয়তনের হোস্টেল নির্মাণের দাবি জানিয়ে আসছিল। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় শেষ পর্যন্ত এখানে শিক্ষার্থীদের সে দাবি পূরণ হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নতুন হোস্টেল ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি মো: হারুনঅররশিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.