উল্লাপাড়ায় বসুন্ধরার লেভেল নকল করে ভেজাল ভুষি বিক্রি করায় মালিককে জরিমানা

উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় বসন্ধুরার লেভেল লাগিয়ে অবৈধভাবে ধানের গুড়া মিশিয়ে ভেজাল ভুষি উৎপাদন করে বাজারে সরবরাহ করার অপরাধে কারখানা মালিক আমজাদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার বিকেলে উপজেলার ছোট বাঁখুয়া গ্রামের ওই ভুষি উৎপাদন কারখানায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান আদালতের বিচারক হিসেবে এই দন্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উক্ত আমজাদ হোসেন বসুন্ধরার নকল বিজ্ঞাপন দিয়ে তার কারখানায় ভেজাল ভুষি উৎপাদন করে আসছিলেন। বসুন্ধরার লেভেল ভুষির বস্তায় লাগিয়ে দিয়ে উল্লাপাড়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিলেন। 
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এই কারখানাকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি মো: হারুন-অর-রশিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.