উল্লাপাড়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগান কে সামনে রেখে গতকাল শনিবার (১৭ অক্টোবর) উল্লাপাড়া শহীদ মিনার পাদদেশে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাসের সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা ও মনিরুজ্জামান পান্না, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম আরজু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি মো: হারুন–অর–রশিদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.