উল্লাপাড়ায় কালিগঞ্জ খেয়াঘাটে হামলা ভাংচুর লোক পারাপার বন্ধ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: করতোয়া নদীতে ছিপ দিয়ে মাছ ধরা নিয়ে গোলযোগের জের ধরে গতকাল বুধবার উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ খেয়াঘাটে একদল যুবক হামলা ও ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। ধরে নিয়ে যাওয়া হয় ৬ শতাধিক হাঁস। বন্ধ হয়ে যায় খেয়া নৌকার পারাপার। উপজেলার কালিগঞ্জ ও চরকালিগঞ্জ গ্রামের যুবকদের মধ্যে মাছ ধরা নিয়ে ইতোপূর্বে কয়েকদফা গোলযোগ হয়।
কালিগঞ্জ খেয়া ঘাটের ইজারাদার রাজু আহম্মেদ উল্লাপাড়া মডেল থানায় দেওয়া অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, গতকাল বুধবার সকালে চরকালিগঞ্জের মোঃ শাহাজ এর নেতৃত্বে আরিফুল ইসলাম লিটন, আমজাদ হোসেন, আলহাজ, আলতাফ, এরশাদসহ ১০/১৫ জন যুবক লাঠিসোঠা নিয়ে খেয়াঘাটে হামলা চালায়। তারা খেয়াঘাট, ঘাটের মূল অফিসঘর, খেয়া নৌকা ও পাশের হাঁসের খামার ভাংচুর করে। এসময় বস্তায় ভরে খামার থেকে ৬ শতাধিক হাঁস নিয়ে যায় তারা। সবমিলিয়ে রাজুর ক্ষতির পরিমান দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ টাকা।
তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ দীপক কুমার দাশ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, কালিগঞ্জ খেয়াঘাটের ইজারাদার রাজু আহম্মেদের অভিযোগপত্র পেয়ে তিনি ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। যথাযথ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি মো: হারুন-অর-রশিদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.