‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে প্রথমার্ধে এদুয়ার্দো কামাভিঙ্গা ফ্রান্সকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ওমরি। ক্রিস্তোফা এনকুনকুর গোলে ফরাসিরা ফের এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান মাতেও গেনদুজি ও বার্কোলা।
প্রায় ১১ বছর পর ফ্রান্স দলে নেই অঁতোয়ান গ্রিজমান বা কিলিয়ান এমবাপের কেউ। গত মাসে হুট করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড গ্রিজমান। আর রেয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এমবাপেকে এই মাসের দুটি ম্যাচের দলে রাখেননি কোচ দেশম।
আক্রমণভাগে এতদিনের নিয়মিত দুই তারকাকে ছাড়া ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় ফ্রান্স। বক্সের বাইরে থেকে কামাভিঙ্গার শট ইসরায়েল গোলরক্ষক ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি, জড়ায় জালে।
জাতীয় দলের জার্সিতে রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার কামাভিঙ্গার দ্বিতীয় গোল এটি। প্রথমটি করেছিলেন ২০২০ সালের অক্টোবরে, প্রীতি ম্যাচে ইউক্রেইনের বিপক্ষে দলের ৭-১ গোলে জয়ের ম্যাচে।
খেলার ধারার বিপরীতে ২৪তম মিনিটে সমতায় ফেরে ইসরায়েল। সতীর্থের ক্রসে বক্সে হেডে গোলটি করেন ওমরি।
চার মিনিট পরই লিড পুনরুদ্ধার করে ফ্রান্স। কামাভিঙ্গার পাস বক্সের বাইরে পেয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে ভেতরে ঢুকে কাছ থেকে শটে জাল খুঁজে নেন এনকুনকু।
১৫ মাস পর জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেলেন চেলসি ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলে এটি তার প্রথম গোল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই মৌসুমে ১২ ম্যাচে তার গোল হলো ৮টি।
দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য ধরে রাখলেও আর গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স। তবে ৮৭ থেকে ৮৯, তিন মিনিটের মধ্যে তারা গোল পায় দুটি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোল দুটি করেন গেনদুজি ও বার্কোলা।
একই সময়ে শুরু গ্রুপের আরেক ম্যাচে ২-২ ড্র করেছে ইতালি ও বেলজিয়াম।
তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। তিন নম্বরে বেলজিয়ামের ৪ পয়েন্ট। ইসরায়েল এখনও পয়েন্ট পায়নি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.