উপ্যাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আনোয়ারুল হকের ইন্তেকাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ঢাকা মিরপুর বিসিআইসি সায়েন্স কলেজের উপাধ্যক্ষ আদমদীঘির সান্তাহার আহসানুল হক কলেজের গর্ভনিংবডির সদস্য, অধ্যক্ষ আসাদুল হক বেলালের মেজো ভাই সান্তাহার রথবাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর একেএম আনোয়রুল হক রতন (৬৯)।
সোমবার (১৫ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে, নাতিনাতনীসহ বহু গ্রনগ্রাহি রেখে গেলেন।
পরদিন মঙ্গলবার (১৬ জুলাই) বাদ আছর সান্তাহার আহসানুল হক কলেজ মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধ প্রফেসর আনোয়রুল হক রতনকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলে সহকারি কমিশনার (ভুমি) পলাশ চন্দ্র সরকার, ওসি তদন্ত একেএম মঈন উদ্দিন, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, আবির উদ্দিনসহ বিপুল মুসল্লিবৃন্দ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.