উপাচার্যের পদত্যাগ দাবীতে শাবি শিক্ষার্থীদের আমরণ অনশন

সিলেট ব্যুরো: উপাচার্যের পদত্যাগের দাবীতে আমরণ অনশন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় উপাচার্যের বাসভবনের সামনে ২৪ শিক্ষার্থী অনশন শুরু করেন। পরে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়।
তারা বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত অনশন চলবে। অনশনকারী শিক্ষার্থীরা কোনো ধরনের খাদ্য বা তরল জাতীয় খাবার খাবেন না। যদি অনশনের কারণে কোনো শিক্ষার্থীর মৃত্যু হয়, তাহলে দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্যকে নিতে হবে।
শিক্ষার্থী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সঙ্গে একমত পোষণ করেননি। এমনকি আমাদের নামে মামলা হলেও পাশে দাঁড়াননি। আশা করছি, শিক্ষকরা আমাদের সঙ্গে একমত হয়ে পাশে দাঁড়াবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.