“”উপরে আল্লাহ নিচে হেডকোয়ার্টার ফেনীর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান “”

ফেনী প্রতিনিধি:  ফেনীর  নবাগত পুলিশ সুপারের  কাজী মনিরুজ্জামান  মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে  আজ ১৫ মে বুধবার দুপুরে ফেনীর পুলিশ লাইন্স মিলনায়তনে এ মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়।
অনুুুুষ্ঠানে পুলিশ সুপার কাজী  মনিরুজ্জামান বলেন চাকরী করবো ১০ দিন, তবে বাঘের মতো করে যাবো, তবু কলঙ্ক নিয়ে চাকরী করতে চাইনা নুরসাত  হত্যাকান্ডে গাফেলতির অভিযোগে ফেনীর এসপি, ওসি সহ দুই উপপরিদর্শককে প্রত্যাহারের পর নতুন পুলিশ সুপার হিসেবে কাজী মনিরুজ্জামান যোগদান করেন।
এক্ষেত্রে পুলিশ, রাজনৈতিবিধসহ যে কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে সাথে সাথে নেয়া হবে ব্যবস্থা।পাশাপাশি পুলিশ সদস্যরা অকারনে  কাউকে হয়রানী করলে তাকে বহিস্হকার করার হুশিয়ারী দেন তিনি।
ফেনী জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব বলেন।
মত বিনিময় কালে উপস্থিত ছিলেন সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ খালেদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. আলা উদ্দিন, গোয়েন্দা পুলিশের ওসি রাশেদ খাঁন চৌধুরী, ফেনী মডেল থানা ওসি মো. আবুল কালাম আজাদ, ডিআইওয়ান মো. শাহীনুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.